কিশোরী ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে লালমনিরহাট
goldenage.com
বাফুফে-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে লালমনিরহাট ও মাগুরা।
আজ (শুক্রবার) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সেমিফাইনালে লালমনিরহাট ৬-০ গোলে রাজশাহীকে এবং মাগুরা ৭-০ গোলে ময়মনসিংহকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
প্রথম সেমিফাইনালে লালমনিরহাটের দুটি করে গোল করেছেন লিভা ও মরিয়ম। একটি করে গোল করেছেন শান্তনা ও মুনকি। দ্বিতীয় সেমিফাইনালে মাগুরার ৭ গোলের পাঁচটিই করেছেন রিপা। বাকি দুই গোল করেছেন মুন্নী ও বৃষ্টি।
রিপা ৬ মিনিটে প্রথম, ৩৯ মিনিটে দ্বিতীয় ও ৪৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। বাকি ২ গোল করেছেন ৫৬ ও ৬৫ মিনিটে।
টুর্নামেন্টের সেমিফাইনাল হবে শনিবার। একই ভেন্যুতে বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে লালমনিরহাট ও মাগুরার মধ্যেকার শিরোপা নির্ধারণী ম্যাচ।