goldenage.com
‘আর.আর.আর.’ ছবির একটি দৃশ্য করতে ৪৫ কোটি রুপি খরচ করা হবে। এই দৃশ্যে দেখা যাবে দুই হাজার শিল্পীকে। পরিচালক এস এস রাজামৌলী শিগগিরই তার বহুল আলোচিত ও ব্যয়বহুল এই এ্যাকশন দৃশ্যটি শ্যুট করতে যাচ্ছেন।
বাহুবলী’ ছবির পরিচালক এস এস রাজামৌলীর ‘আর.আর.আর.’ ছবিকে ঘিরে উন্মাদনার শেষ নেই। এই ছবির কলাকুশলীর তালিকা বেশ আকর্ষণীয়। ‘আর.আর.আর.’ ছবিতে অভিনয় করছেন রাম চরণ, জুনিয়র এন টি আর এবং আলিয়া ভাট। আলিয়া ভাট এবারই প্রথম দক্ষিণী ছবিতে অভিনয় করছেন। ছবিতে অজয় দেবগণকে দেখা যাবে ক্যামিও হিসেবে।